সোমবার- ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

nababganj-shikkhok-greptar-dorshon
ছবি: সংগৃহীত

নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশের হাতে তুলে দেন এক শিক্ষককে

গতকাল রোববার বিকেলে ঢাকার নবাবগঞ্জে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে স্থানীয় লোকজন পুলিশের কাছে হস্তান্তর করেপুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীর বাসায় গিয়ে পড়াতেন। প্রেমের সম্পর্ক এবংবিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন শিক্ষক।

পরবর্তী সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছিলেন এবং বিয়েও করতে রাজি হচ্ছিলেন না। ওই শিক্ষকের অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয়।

এই বিষয়টি জানতে পারেন ছাত্রী পরবর্তী ঢাকার নবাবগঞ্জে হাসনাবাদ এলাকায় গতকাল বিকেলে শিক্ষককে ডেকে আনেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এগিয়ে আসলেন স্থানীয় লোকজন ছাত্রী এবং শিক্ষকের সব ঘটনা শুনেন। শিক্ষক দৌড়ে পালানোর চেষ্টা করে স্থানীয় লোকজন ধরে মারধর করে থানায় ফোন করে পুলিশের হাতে ধরিয়ে দেয়

পুলিশ হেফাজতে নেওয়া হয় ওই ছাত্রীকেও। থানা থেকে খবর পান মা এবং আত্মীয়-স্বজন,ছাত্রীর মা রাত ১২টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এবং মামলা করেন।

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিক সত্যতা পেয়ে ধর্ষণের অভিযোগে মামলা জারি করা হয়েছে।আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়