Search
Close this search box.

বুধবার- ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহরুখ খানের ৫৯তম জন্মদিনে দুর্দান্ত আয়োজন

শাহরুখ খানের ৫৯তম জন্মদিনে দুর্দান্ত আয়োজন
ছবি: ইন্টারনেট

প্রখ্যাত বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে তার ভক্তদের মাঝে জাগছে নতুন উদ্দীপনা। ৫৮ বছর পূর্ণ করে কিং খান ৫৯ বছরে পা রাখতে চলেছেন আগামী ২ নভেম্বর। এদিনটি বিশ্বজুড়ে শাহরুখের অগণিত ভক্তদের জন্য বিশেষ একটি দিন, যেহেতু বলিউডের বাদশাহ তাদের হৃদয় জয় করে চলেছেন তিন দশকের বেশি সময় ধরে।

বিশেষ পার্টির প্রস্তুতি

এবার শাহরুখ খানের জন্মদিনকে ঘিরে যে আয়োজন হতে যাচ্ছে, সেটি বলিউডে ইতিপূর্বে দেখা যায়নি। জনপ্রিয় অভিনেতার বাসভবন মান্নাতে আয়োজন করা হচ্ছে একটি গ্র্যান্ড পার্টি। ভারতীয় গণমাধ্যমের সূত্র মতে, এই জমকালো অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারেন। বলিউডের তারকা খচিত এই পার্টিতে রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রণবীর কাপুর, কাজল, অজয় দেবগণের মতো সেলিব্রিটিদের আসার খবর পাওয়া গেছে। শুধু বলিউড নয়, বিদেশ থেকেও অনেক সেলিব্রিটি ও ব্যবসায়ী শাহরুখের এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক তারকাদের এই জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ বিশ্বজুড়ে শাহরুখের জনপ্রিয়তা ও সাফল্যেরই প্রমাণ দেয়।

থিমেটিক আয়োজন

শাহরুখ খানের জন্মদিনের পার্টিতে একটি বিশেষ থিম রাখা হয়েছে। অতিথিদের সাজতে হবে শাহরুখের বিভিন্ন ছবির চরিত্রের মতো। এমন অভিনব পরিকল্পনার দায়িত্বে রয়েছেন শাহরুখের স্ত্রী গৌরী খান। তিনি নিজেই পার্টির পুরো প্ল্যানিং করছেন এবং ডিনারের মেন্যুও ইতোমধ্যে চূড়ান্ত করেছেন। পার্টির আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের দুই সন্তান সুহানা ও আরিয়ানের বিশেষ পারফরম্যান্স।

ভক্তদের জন্য শাহরুখ

প্রতিবারের মতো এবারও শাহরুখ তার ভক্তদের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন। প্রতি বছর মান্নাতের সামনে হাজারো ভক্ত এসে জড়ো হন তার জন্য। শাহরুখও তাদের প্রতি ভালোবাসা জানাতে বারান্দায় এসে দাঁড়ান এবং হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন। এই বছরও কিং খান তার ভক্তদের নিরাশ করবেন না।

শাহরুখ খানের জন্মদিন শুধু তার জন্য নয়, বরং তার ভক্তদের জন্যও একটি বিশেষ দিন। কিং খানের এই দিনটি তার জীবন, কাজ, এবং বিশ্বজুড়ে তার বিপুল ভক্তকুলের সঙ্গে এক আবেগঘন সংযোগ তৈরি করে। এবার এই বার্থডে পার্টি যেন তাকে ঘিরে থাকা ভালোবাসার এক বড় উদাহরণ হয়ে থাকবে।

আরো দেখুন....

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়