Search
Close this search box.

বৃহস্পতিবার- ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম

নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ
ছবি: দৰ্শক২৪

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আজ আরও তিনজন উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা হলেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহফুজ আলম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ পড়ান।

সেখ বশির উদ্দিন:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন সেখ আকিজ উদ্দিনের সন্তান। তিনি দেশের শিল্প খাতে বিশিষ্ট অবদান রেখেছেন এবং ব্যবসায়িক দক্ষতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

মোস্তফা সরয়ার ফারুকী:

দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা মোস্তফা সরয়ার ফারুকী দেশের সংস্কৃতি ও বিনোদন জগতে একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর কাজ আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

মাহফুজ আলম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহফুজ আলম এত দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে যুব নেতৃত্বের একটি নতুন অধ্যায় শুরু করেছেন।

অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পরিবর্তন:

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রথমে ২১ সদস্য বিশিষ্ট এই সরকারকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্য নিয়োগের পরামর্শ আসছিল। নতুন তিনজন উপদেষ্টার নিয়োগের পর উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়