Search
Close this search box.

বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৃতু ভাবনা

মৃতু ভাবনা
সংগৃহীত

আলোর গতি পিছে ফেলে
আসছে আমার পানে,
চির সত্য মরণ ঐ তো
পালাবো কোনখানে?

চলবেনা আর বাহাদুরি
কিংবা ছলচাতুরি
চলবেনা’রে রাজ ক্ষমতা
কিংবা অর্থকড়ি।

জন্মদাবী মরতে হবে
কেউ নেই ব্যতিক্রম,
গনার দিন ফুরাইয়া গেলে
উড়াল দিবে দম।

আসার আগে কথা ছিল
পরম প্রভুর সনে,
গোলামির জিঞ্জির পড়িয়া
থাকবো যে এখানে।

ভুলে গেছি সে কথাটি
পড়েনা আজ মনে,
ভব রঙের নাট্যমঞ্চে
রঙিণ স্বপ্ন বুনে।

আয়নাতে মুখ দেখি যখন
ভাসে দুই নয়নে,
মরণ বুঝি চিঠি দিচ্ছে
ভাটার টানে টানে।

আসবেনা আর যৌবন জোয়ার
সোনার এই জীবনে,
যে কয়টা দিন বাকী আছে
এখনো মরণে।

রব চেনার ঐ শক্তিমত্তা
ভিক্ষা চাহি খুব,
গোলামীর ঐ অথৈজলে
দেবো বলে ডুব।

কবুল করো এ আকুতি
দান করো হুশ জ্ঞান,
দয়ালু মায়ালু খোদা
অসীম মেহেরবান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়