Search
Close this search box.

শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা এ্যানিকে দাওয়াত না দেওয়ায় লক্ষ্মীপুরে তাফসির মাহফিল বন্ধ

বিএনপি নেতা এ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিল বন্ধ
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনকে কেন্দ্র করে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দাওয়াত না দেওয়ায় মাহফিলটি বন্ধ করে দেওয়া হয়।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থানীয় নেতা আলমগীর হোসেন এসে আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করেন মাহফিলটি বন্ধ রাখতে।

মাহফিল আয়োজকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আলমগীর হোসেন মাহফিল বন্ধ করতে নির্দেশ দেন। তিনি দাবি করেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফোনে তাকে জানিয়েছেন, মাহফিল আয়োজনে বাধা দিতে। অভিযোগে আরও বলা হয়, আলমগীর হোসেন প্যান্ডেলের কাপড় খুলে ফেলেন এবং মাইকের তার কেটে দেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির বলেন, আমরা বিশৃঙ্খলা এড়াতে বাধ্য হয়ে মাহফিল বন্ধ করেছি।

মাহফিল আয়োজক কমিটির এক সদস্য বলেন, প্রতিবছর মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এবার কিছু রাজনৈতিক কারণে আমাদের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহছান হাবিব জানান, তাফসির মাহফিল একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে দলীয় রাজনীতির কোনো স্থান নেই। এ ধরনের হস্তক্ষেপ ন্যায্য নয়।

এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, এ্যানি চৌধুরী ও আমি এলাকায় জনপ্রতিনিধি হিসেবে কাজ করি। আমাকে কিংবা এ্যানি চৌধুরীকে দাওয়াত না দেওয়ায় আমি আয়োজকদের সঙ্গে কথা বলেছি। তবে মাহফিল বন্ধ করার বিষয়ে আমি কোনো চাপ দিইনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা স্থানীয় রাজনীতির প্রভাবক হয়ে উঠেছে। একদিকে ধর্মীয় আয়োজন, অন্যদিকে রাজনৈতিক স্বার্থপরায়ণতা—এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারায় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়