সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। দেশের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।
রোববার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “আমরা জাতির জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে।”
সেনাবাহিনী প্রধান মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুক্তিযোদ্ধাদের ত্যাগ এবং সাহসিকতাই আমাদের স্বাধীনতার ভিত্তি। আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে তাদের অবদান অপরিসীম।” অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
২০২৩-২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ পাঁচ জন সেনাসদস্যকে সেনাবাহিনী পদক (এসবিপি), পাঁচ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রদান করা হয়। দেশের শান্তি রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকা অমূল্য। সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন এবং জাতির নিরাপত্তায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।