Search
Close this search box.

শনিবার- ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখলেন ড. মিজানুর রহমান আজহারী

জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা
ছবিঃ সংগৃহীত

ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী সম্প্রতি কক্সবাজারের পেকুয়ায় আয়োজিত একটি তাফসীরুল কোরআন মাহফিলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, জাতির অগ্রগতি ও শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) পেকুয়া উপজেলা সদরে আয়োজিত মাহফিলে ড. আজহারী বলেন, দেশের উন্নয়ন ও শান্তির জন্য জাতির ঐক্য অতি জরুরি। অনৈক্যই সব সমস্যার মূল। এটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। সাম্প্রতিক উদাহরণ হিসেবে ড. ইউনূসের ডাকে দেশব্যাপী ঐক্যবদ্ধ হওয়া একটি ভালো দৃষ্টান্ত। তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়। এই শান্তি অর্জনের একমাত্র উপায় হলো জাতীয় ঐক্যের মাধ্যমে সব মতপার্থক্য ভুলে একত্রিত হওয়া।

পেকুয়া উপজেলা সদরের মরহুম মাওলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলটি দুই অধিবেশনে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে অধ্যক্ষ মাওলানা বদিউল আলম সভাপতিত্ব করেন। কোরআন ও হাদিসের আলোকে আলোচনায় অংশ নেন শায়খ মুফতী ইব্রাহিম, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। এতে আলোচনায় অংশ নেন হাফেজ মুফতি আমীর হামজা, মাওলানা সাদিকুল রহমান আজহারী এবং শায়খ সালাহ উদ্দিন মাক্কী।

মাহফিলের প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তিনি জাতীয় ঐক্যের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।

মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ব্যাপক উদ্যোগ নেয়। পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, জনপ্রিয় ইসলামি বক্তা ড. আজহারী হেলিকপ্টারে করে পেকুয়ায় আসেন। সার্বিক নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়