শুক্রবার- ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত, ৫ জনের শরীরে

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে স্বস্তির বিষয় হলো, আক্রান্তদের কারো অবস্থাই গুরুতর নয়, এবং তাদের মধ্যে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানিয়েছেন, ২০২৪ সালে নিয়মিত গবেষণার অংশ হিসেবে রিওভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্ত পাঁচজনের শরীরে নিপা ভাইরাসের লক্ষণ দেখা গেলেও পরীক্ষায় সেটি নেগেটিভ আসে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় এ গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

অধ্যাপক তাহমিনা আরও জানান, রিওভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই। আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রতি বছর শীতের মৌসুমে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ দেখা দেয়, বিশেষ করে খেজুরের কাঁচা রস পানের পর। তবে এ পাঁচজন রোগীর শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি। এটি নিশ্চিত হওয়ার পর রিওভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রিওভাইরাস এখন পর্যন্ত দেশে সীমিত পর্যায়ে রয়েছে। পাঁচজন শনাক্ত হওয়া রোগীই প্রথম এবং এই রোগটি তেমন বিস্তার লাভ করেনি। তাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়