
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে।
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানির তারিখ নির্ধারণ করেন।
গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাস দেয়। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে, যার পরিপ্রেক্ষিতে লিভ টু আপিলের শুনানি একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে আদেশ দেওয়া হয়েছে।
২০১১ সালের আগস্টে দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের জন্য অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছেন। তিন কোটি ১৫ লাখ টাকা অনিয়মের মাধ্যমে লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১৮ সালের ২৯ অক্টোবর বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।
রাষ্ট্রপক্ষ এবং দুদক এই খালাসের বিরুদ্ধে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে। এই শুনানির ফলাফলের উপর নির্ভর করছে খালেদা জিয়ার মুক্তি স্থায়ী হবে কি না, নাকি তিনি আবারও কারাদণ্ডের মুখোমুখি হবেন।