বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দোন্নারুম্মা যোগ দিলেন ম্যানচেস্টার সিটিতে

manchester-city-donnarumma-transfer-ederson-fenerbahce
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি দলবদলের বাজারে বড় ধরনের চমক দিয়েছে। ফরাসি ক্লাব পিএসজি থেকে ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে টেনেছে। অন্যদিকে, দীর্ঘ আট বছর পর ক্লাব ছাড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসন। নতুন ঠিকানা হিসেবে তিনি বেছে নিয়েছেন তুরস্কের ফেনারবাচে।

দোন্নারুম্মাকে পেতে ম্যানচেস্টার সিটিকে খরচ করতে হয়েছে প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড। ২৬ বছর বয়সী এ গোলরক্ষক সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। পিএসজিতে নতুন গোলকিপার আসায় নিয়মিত খেলার সুযোগ হারাচ্ছিলেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত পদক্ষেপ নেয় ম্যানচেস্টার সিটি। এর আগে এসি মিলানের জার্সিতে আলো ছড়ানো দোন্নারুম্মা ইতালির হয়ে ইউরো ২০২০ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। ক্লাব ফুটবলে এখন পর্যন্ত তিনি ৪১২টি ম্যাচ খেলেছেন। এবারের গ্রীষ্মেই তিনি ম্যানসিটির সপ্তম নতুন সাইনিং।

টেকনিক্যাল কারণে ব্রাজিল দলে নেই নেইমার

অন্যদিকে, বিদায় নিতে হলো ম্যানচেস্টার সিটির গোলপোস্টের দীর্ঘদিনের ভরসা এদেরসনকে। তার বিদায়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে শূন্যতা। আট বছরের সময়কালে তিনি ক্লাবকে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে সহায়তা করেছেন। ৩২ বছর বয়সী এ গোলরক্ষককে ১২.১ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ফেনারবাচে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ করে সিটি তাকে দলে ভিড়িয়েছিল। সব মিলিয়ে তিনি আকাশি জার্সিতে ৩৭২ ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়