শনিবার- ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজার পাশে দাঁড়িয়ে ব্রিটিশ কোম্পানি বন্ধ রাখল একদিন

gaza-shonghoti-protibad-british-company
ছবি সংগৃহীত

গাজার মানুষের প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ প্রসাধনী প্রতিষ্ঠান লাস গত বুধবার (৩ সেপ্টেম্বর) তাদের সকল কার্যক্রম একদিনের জন্য বন্ধ রেখেছে। গাজায় ইসরাইলের মানবিক ত্রাণ বন্ধের প্রতিবাদে তারা তাদের সব দোকান, ওয়েবসাইট এবং কারখানা বন্ধ রাখে।

গাজার মানুষের কষ্টের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে একদিনের জন্য সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এক বিবৃতিতে লাস জানায় গত বুধবার।

বুধবার সকল দোকান বন্ধ রাখার পাশাপাশি কোম্পানিটির প্রতিটি আউটলেটের জানালায় একটি বার্তা টাঙানো হয়। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, গাজায় দুর্ভিক্ষ বন্ধ করুন – আমরা (গাজার) প্রতি সংহতি জানিয়ে সকল দোকান বন্ধ রেখেছি। এ বার্তার মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্ট করেন।

ফিলিস্তিনের গাজার ক্ষুধার্ত মানুষের ছবি দেখে লক্ষ লক্ষ মানুষের যন্ত্রণা দেখে গভীরভাবে অনুভব করছি গাঁজা বাসি খাবার অভাবে কুকরিয়ে যাচ্ছে তাই আমরা সেই যন্ত্রণা ভাগাভাগি করতেই আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।

কোম্পানিটি আরও বলেছেন ইসরাইলি সরকার যখন জরুরি মানবিক সহায়তা গাজায় প্রবেশে বাধা দিচ্ছে, তখন বাকি বিশ্বের মতো আমরা সাহায্যের পথ খুঁজতে হিমশিম খাচ্ছি।

এমন অবস্থায় লাস এখন গাজার জন্য যে জিনিসটি পাঠাতে পারে তা হলো ‘আমাদের ভালোবাসা এবং একটি শক্তিশালী বার্তা যে, আমরা সংহতি জানিয়ে পাশে দাঁড়িয়েছি।’ এর থেকে বেশি কিছু দেওয়ার পথ খোলা নেই , সকল পথ বন্ধ করে রেখেছেন ইসরাইল।

বিশেষ ট্রেনে করে চীনের সামরিক শক্তির প্রদর্শনীতে যোগ দিলেন কিম জং উন

তাদের বিবৃতিতে ব্রিটিশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য। বলা হয়েছে, “ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করা এবং গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে থামানোর জন্য ব্রিটিশ সরকারের এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়