
ইন্দোনেশিয়ায় অনুমতি ছাড়া সম্প্রসারণ করা একটি ইসলামিক স্কুল ভবন ধসে পড়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত ৭৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করছেন।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিক্ষার্থী আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আল খোজিনি ইসলামি বোর্ডিং স্কুলের শিক্ষার্থীরা জোহরের নামাজ পড়ার সময় হঠাৎ ভবনটি ভেঙে পড়ে। পুলিশ, সেনা ও উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপ সরিয়ে আটকা পড়াদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন। বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানান, মেয়েরা ভবনের অন্য অংশে নামাজ পড়ছিলেন, তাই তারা নিরাপদে বের হতে পেরেছেন। শিক্ষার্থীদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ধ্বংসস্তূপের নিচে ৩৮ জনকে উদ্ধার করতে তল্লাশি চলছে। ইতিমধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৯১ জন স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে গেছে। আহত ৭৭ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাদেশিক পুলিশ জানায়, ভবনে অনুমতি ছাড়া সম্প্রসারণ কাজ চলছিল।
সূত্রঃ বিবিসি