শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নয় দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন মুহাম্মদ ইউনূসের

muhammad-yunus-newyork-trip
ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নয় দিনের নিউইয়র্ক সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি এবং তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

নিউইয়র্ক সফরে অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর তিনি ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখেন। সফরে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে বৈঠক করেন।

এছাড়া অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নিয়ে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করা এই সফরে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করাই প্রধান উদ্দেশ্য ছিল।

সূত্রঃ বাসস

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়