
হাটহাজারীতে আয়োজিত শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আগামী নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে বাবুনগরী মুসলিমদের নবী-রাসুলদের দেখানো সঠিক পথে চলার পরামর্শ দেন। তিনি বলেন, নবী-রাসুল ও সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তাই একমাত্র সোজা রাস্তা। সেই পথে চললে দুনিয়া ও আখিরাত সঠিক থাকবে।
হেফাজত আমির আরও উল্লেখ করেন, ইসলামী আদর্শ অনুসরণ করে সত্যের পথে চলা প্রতিটি মুসলমানের দায়িত্ব। তাই আগামী জাতীয় নির্বাচনে জনগণকে জামায়াতে ইসলামীকে বর্জনের আহ্বান জানান তিনি।
হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন।