
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর দেশ গাজার উপর হামলা অব্যাহত রাখবে যতক্ষণ না নিজস্ব লক্ষ্যগুলো পূরণ হয়। এই লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান, এবং গাজাকে তেল-আবিবের জন্য আর হুমকি নয় বানানো। নেতানিয়াহু বলেন, এই বিষয়গুলো খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
গাজা যুদ্ধে দুই বছর পূর্তিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। একই সময়, হামাসের একটি শীর্ষ মধ্যস্থতাকারী জানিয়েছেন, ইসরায়েলকে এক মুহূর্তের জন্যও বিশ্বাস করা যায় না। একদিকে গাজায় সংঘাত বন্ধে ইসরায়েলি প্রতিনিধি পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন, অন্যদিকে উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা।
মঙ্গলবারও গাজার পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজ এলাকায় হামলা হয়েছে। ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, যার অধিকাংশই বেসামরিক নাগরিক। এক আঘাতে পুরো পরিবার নিশ্চিহ্ন হওয়ার ঘটনাও বহুবার ঘটেছে, কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজার।