বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় স্টেডিয়ামে দর্শক প্রবেশ ও নিরাপত্তা: বাংলাদেশ-হংকং ম্যাচের নিয়মাবলী

angladesh-hongkong-match-2025
ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবেহ্যাভিয়ের কাবারেরার শিষ্যরা এশিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে মাঠে থাকবে ‘ডু অর ডাই’ মনোভাব নিয়ে।

ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহ চরমে। টিকিট ছাড়ার মাত্র ২৪ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করেছে অনেক দর্শক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচের জন্য ১১টি নিষেধাজ্ঞা জারি করেছে। বাফুফের ভেরিফায়েড ফেসবুক পেজে নিষেধাজ্ঞাগুলি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক উস্কানিমূলক সামগ্রী আনা যাবে না

আতশবাজি ও আগুনের ঝুঁকি বাড়ানো সব জিনিস নিষিদ্ধ

সহায়তাকারী প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী আনা যাবে না

আসনের নিচে বড় বা ভারি বস্তু রাখা যাবে না

লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ বা খেলোয়াড়দের মনোযোগ ভঙ্গকারী জিনিস আনা যাবে না

বাণিজ্যিক বা প্রচারমূলক সামগ্রী নিষিদ্ধ

ব্যক্তিগত ব্যতীত রেকর্ডিং ডিভাইস ও ক্যামেরা আনা যাবে না

জননিরাপত্তা বিঘ্নিত বা ইভেন্টের সুনাম নষ্টকারী বস্তু নিষিদ্ধ

অন্য দর্শকের খেলা দেখা বাধাগ্রস্ত করা যাবে না

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়