
থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আয়োজন। বিশ্বজুড়ে কোটি মানুষের চোখ এখন ঝলমলে মঞ্চের দিকে, যেখানে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা দেশের গৌরব হয়ে উঠবেন বলে প্রত্যাশা। তবে মঞ্চে আলো ছড়ানোই কেবল শুরু- আসল বিলাসিতা শুরু হয় বিজয়ের পরের এক বছর।
নগদ পুরস্কার
মিস ইউনিভার্স নির্বাচিত হওয়ার পর প্রথম প্রাপ্তি হলো নগদ আড়াই লাখ ডলার- বাংলাদেশি টাকায় যা ৩ কোটিরও বেশি। বিজয়ীর জন্য এটি আর্থিক নিশ্চয়তা ও নতুন স্বপ্ন পূরণের শক্তি।
বিলাসবহুল নিউইয়র্ক অ্যাপার্টমেন্ট
পুরো এক বছর নিউইয়র্ক সিটির একটি রাজকীয় অ্যাপার্টমেন্টে থাকেন মিস ইউনিভার্স। বাসস্থান, অফিস, মিটিং, মিডিয়া ইভেন্ট-সবই থাকে আয়োজকদের ব্যবস্থাপনায়।
ব্যক্তিগত উড়োজাহাজ সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য থাকে প্রাইভেট জেট। সফরের সময় হোটেল, খাবার, ফটোশুট, প্রেস মিট-সবকিছুই নিশ্চিত করেন আয়োজকরা। তবে শর্ত আছে: প্রতিটি সফরে দাতব্য কার্যক্রমে অংশ নিতে হয়।
ফোর্স অব গুড মুকুট
২০২৫ সালের মুকুট ‘ফোর্স অব গুড’-যাতে আছে ১১০ ক্যারেট নীলকান্তমণি এবং ৪৮ ক্যারেট হীরা। মূল্য প্রায় ৫.৭৫ মিলিয়ন ডলার বা ৬৭ কোটি টাকার বেশি। এটি এক বছরের জন্য দেওয়া হলেও স্থায়ী স্মারক হিসেবে দেওয়া হয় ১৫–২০ হাজার ডলারের রেপ্লিকা মুকুট।
স্বপ্নের জীবনযাত্রা
এক বছর কোনো রান্না, ভ্রমণ বা পোশাকের চিন্তা থাকে না বিজয়ীর। বিলাসবহুল ভ্রমণ, আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতি, মানবিক কর্মকাণ্ড-সব মিলিয়ে এটি সত্যিকারের ‘স্বপ্নের রাজ্যে’ এক বছর কাটানোর সুযোগ।
মিস ইউনিভার্স হওয়া মানে শুধু মুকুট জেতা নয়-বরং এক বছরের জন্য গ্ল্যামার, দায়িত্ব আর বিলাসিতার অনন্য যাত্রায় প্রবেশ।





















