বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সারা দেশে ভয়াবহ ভূমিকম্প: নিহত ১০, আহত ৬০০+, ঢাকায় ভবন হেলে পড়া–ফাটল

বাংলাদেশ ভূমিকম্প ২০২৫
ছবি: সংগৃহীত

দেশব্যাপী শক্তিশালী ভূমিকম্পে শুক্রবার সকালে রাজধানী ঢাকা সহ সারাদেশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি পাঁচজন মারা গেছেন নরসিংদীতে। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান।

ভূমিকম্পের তীব্রতায় অনেক ভবনের রেলিং ও পলেস্তারা খসে পড়ে, কোথাও কোথাও ভবন হেলে যায় এবং ফাটল সৃষ্টি হয়। আতঙ্কে বহু মানুষ ছাদ বা বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে আহত হন।

ঢাকার মর্মান্তিক ঘটনা

পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের ছাদের রেলিং ধসে পড়ে তিন পথচারী- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র রাফিউল ইসলাম (২০), ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) এবং তাঁর ছেলে আবদুল আজিজ (১২)-নিহত হন। আহত হন রাফিউলের মা নুসরাত আক্তার।

মুগদায় একটি নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০) মারা যান। বারিধারায় ভূমিকম্পের পর একটি বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকায় অন্তত ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক–আহত বহু শিক্ষার্থী

মুহসীন হলসহ বিভিন্ন হলে পলেস্তারা খসে পড়ে, কিছু ভবনে দেয়ালে ফাটল দেখা দেয়। আতঙ্কে একাধিক শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পাঁচটির বেশি হলে আতঙ্ক–অব্যবস্থাপনা পরিস্থিতি তৈরি হয়।

নরসিংদী ও নারায়ণগঞ্জে প্রাণহানি

নরসিংদীতে ছাদ ধসে পড়ে বাবা–ছেলে নিহত হন। পলাশে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধ কাজম আলী এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাসির উদ্দীন মারা যান। নারায়ণগঞ্জে সীমানা দেয়াল চাপা পড়ে ১০ মাস বয়সী ফাতেমার মৃত্যু হয়।

গাজীপুর–কুমিল্লায় শিল্পাঞ্চলে আহত শতাধিক

গাজীপুরের শ্রীপুরে কারখানায় শ্রমিকরা দৌড়ে বের হতে গিয়ে ১৫৫ জন আহত হন। কুমিল্লার ইপিজেডে হুড়োহুড়িতে ৮০ শ্রমিক আহত হন।

চট্টগ্রামে ছয়তলা ভবন হেলে পড়া

মন্সুরাবাদে একটি ছয়তলা ভবন মারাত্মকভাবে হেলে পড়ে, যা পরিদর্শন শেষে কালো তালিকাভুক্ত করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।

জাহাঙ্গীরনগর ও রাজশাহীতে ভবনে ফাটল, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনটি নতুন হলে বড় ধরনের ফাটল দেখা গেছে। শিক্ষার্থীরা নির্মাণ অনিয়মের অভিযোগ তোলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ফাটল ধরা পড়ায় শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন।

দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও আতঙ্কের পর স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আহতদের চিকিৎসায় জরুরি মেডিকেল টিম কাজ করছে এবং প্রয়োজনীয় সব ওষুধ সরবরাহ করা হচ্ছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা, আতঙ্কে রাস্তায় মানুষ

আমাদের ফেসবুকে যুক্ত হোন

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়