
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন প্রমাণ করতে চায় যে তারা একটি সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম। তিনি বলেন, এটা কেবল আইনের শাসনের মাধ্যমেই সম্ভব।
মঙ্গলবার সকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে অতীতের সব ধরনের অপবাদ ও বিতর্ক থেকে মুক্ত হতে চায়। ভোটারদের আস্থা ফেরাতে কমিশন দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি।
সিইসি নাসির উদ্দীন বলেন, নির্বাচন পরিচালনায় আইনের শাসন, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
নিউজটি পড়েছেন : ৮০





















