
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের মাধ্যমে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন।
নির্বাচন কমিশনে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন তারেক রহমান। এ সময় তার চোখের আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপসহ প্রয়োজনীয় সব ধরনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়।
এ বিষয়ে এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র পেতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের যেকোনো একটি নির্বাচনি এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক। সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন।





















