
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়েছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি বিশেষ গাড়িবহরে করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে নেওয়া হয়।
সেখানে পরিবারের সদস্য, স্বজন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা একে একে বেগম খালেদা জিয়ার মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আবেগঘন পরিবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও শ্রদ্ধা নিবেদন করছেন।
তারেক রহমানের বাসভবনের পাশেই অবস্থিত ‘ফিরোজা’ নামের বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছেন বেগম খালেদা জিয়া। এই এলাকাজুড়েই শোকের আবহ বিরাজ করছে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহটি জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে।
গুলশানে তারেক রহমানের বাসভবন ও ‘ফিরোজা’র আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
আজ বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেরেবাংলা নগরে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।





















