বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মায়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে স্কুলছাত্রী নিহত

মায়ানমার সীমান্ত গুলি
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক বাংলাদেশি স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত আফনান হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার বাসিন্দা জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

রোববার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে দায়িত্বপ্রাপ্ত ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ জনতা কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোয়াইক্যং সীমান্তের ওপারে মায়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। গত তিন দিন ধরে চলমান এই সংঘর্ষে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতেও। এতে সীমান্তবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়