বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: আমীর খসরু

বিএনপি অর্থনৈতিক গণতন্ত্র
আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতাদর্শিক ভিন্নতা থাকলেও বিএনপি কখনো সংঘর্ষ ও সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক রাজনীতির মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সংকট থেকে উত্তরণে বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচার, চাঁদাবাজি বা মেগাপ্রজেক্টনির্ভর রাজনীতি নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন ছিলেন। এরশাদের আমলে অনেক দল আপস করলেও তিনি কখনো গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেননি।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আমীর খসরু বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও মাস্তানদের কোনো জায়গা নেই। এখনই যারা এসব অপকর্মে জড়িত, তারা দল ছেড়ে চলে যাক। এতে কিছু ভোট কমলেও বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনী সাফল্যে কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, দেশের মানুষ সব সময় একটি নির্বাচিত সরকার ও দায়বদ্ধ সংসদ চেয়েছে। এই প্রত্যাশা পূরণে বিএনপিকে নিজেদের ভেতর থেকেই পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, কৃষক দলের সভাপতি মো. আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়