Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আটক, মাদক উদ্ধার

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযান
প্রতিকী ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় ১৩ জনকে আটক করা হয়েছে। ২৯ অক্টোবর, রাজশাহীর বোয়ালিয়া, রাজপাড়া, কাটাখালী, কাশিয়াডাঙ্গা, কর্ণহার এবং দামকুড়া থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) শাখার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারের বিবরণ:

এই অভিযানে বোয়ালিয়া মডেল থানার ৩ জন, রাজপাড়া থানার ৪ জন, কাটাখালী থানার ২ জন, কাশিয়াডাঙ্গা থানার ১ জন, কর্ণহার থানার ১ জন এবং দামকুড়া থানার ২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, ৩ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে, এবং ৩ জনকে অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক উদ্ধার:

মাদকসহ আটককৃতদের কাছ থেকে ৩.১০ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা এবং ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য আইনের অধীনে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আরএমপি সূত্র জানিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম:

আরএমপি’র এক কর্মকর্তা জানান, মহানগরীতে অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিতভাবে এই ধরনের বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দৰ্শক২৪ সারা দেশের সকল খবর দেখুন

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়