পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলে ১৫ কেজি ৮২৮ গ্রাম ওজনের একটি বিরল মেদ মাছ ১৪ হাজার ৫৩০ টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার, কুয়াকাটার দক্ষিণ মুসুল্লিয়াবাদের জেলে মো. খলিল বঙ্গোপসাগরে মাছটি ধরেন। পরে সেটি কুয়াকাটা পৌর মাছ বাজারে নিলামে তোলা হয়, যেখানে ৯০০ টাকা কেজি দরে মাছটি কিনেন ফিস ভ্যালীর পক্ষে মো. হাসান।
স্থানীয় মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন বলেন, এতো বড় মেদ মাছ সচরাচর ধরা পড়ে না। অবরোধ শেষে এটাই প্রথম বড় মাছের দেখা পাওয়া গেল।
জেলে মো. খলিল জানান, গত বছরও তিনি একটি বড় মেদ মাছ পেয়েছিলেন, তবে এবার সেটির থেকেও বড় মাছ ধরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বলেন, সমুদ্রের গভীরতার হ্রাস এবং পলি জমার ফলে এ ধরনের মাছের উপস্থিতি কমেছে। তিনি মনে করেন, সমুদ্র মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ানো হলে এমন মাছ আরও পাওয়া যাবে।