বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বাঁশখালীতে জেটিঘাট নিয়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে রিট দায়ের

banshkhali-jetty-rit-es-alam
ছবি সংগৃহীত

বুধবার বাঁশখালীর গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে দাবী করা হয়েছে, এস আলম পাওয়ার প্ল্যান্টের ড্রেজিং এবং জেটিঘাটে ব্রেকওয়াটার সরিয়ে জেলেদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

চট্টগ্রামের বাঁশখালীতে বড়ঘোনার এস আলম পাওয়ার প্ল্যান্ট কর্তৃক জেলেদের জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) গন্ডামারা বরগুনা বহুমুখী সমবায় সমিতির সহকারী সাধারণ সম্পাদক আবুল হোসেন এ রিট দায়ের করেন।

রিটে ড্রেজিং বন্ধ এবং জেটিঘাটে ব্রেকওয়াটার অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে। অভিযোগ, এস আলম গ্রুপের কয়লাবাহী লাইটার জাহাজ ভিড়ানোর কারণে জেলেদের নৌকা ও জাল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

রিটে বন ও পরিবেশ মন্ত্রণালয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান ও এসএস পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ১১ জনকে বিবাদী করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে রিটকারীর আইনজীবী জানিয়েছেন।

স্থানীয় জেলেরা জানাচ্ছেন, জাহাজ ধাক্কায় নৌকা ডুবে যাওয়া এবং জাল ছিঁড়ে যাওয়া নিত্যদিনের ঘটনা। তারা দাবি করছেন, সুষ্ঠু ব্যবস্থা নেওয়া না হলে জীবিকা নির্বাহে সমস্যা চলতেই থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়