Search
Close this search box.

সোমবার- ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় : জামায়াত আমির

বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় : জামায়াত আমির
পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান - ছবি: দর্শক২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি বা বিভেদ থাকবে না। আমরা আল কোরআনের আলোকে একটি সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মনোহরগঞ্জ থানার অধীনে নাথেরপেটুয়া বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “শের জনগণ যদি আমাদের সার্বিক সহযোগিতা করে, তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

তিনি আরও বলেন, “যেখানে দুর্নীতি, সেখানেই আমাদের যুদ্ধ; যেখানে অন্যায়, সেখানেই আমাদের যুদ্ধ। আমরা আর অশান্ত বাংলাদেশ দেখতে চাই না।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ইয়াসিন আরাফাত, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান , অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গাজী সাইফুল বারি তুহিন, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. আব্দুল গোফরান, সাংবাদিক মো. আব্দুর রহমানসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় হাজার হাজার নেতা-কর্মী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে হাত নেড়ে ও ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়