ময়মনসিংহ নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে ৬০ জন শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হয়েছে। তাদের এই অংশগ্রহণে নগরীর ট্রাফিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার (২৪ নভেম্বর) টাউন হল মোড়ে আয়োজিত ট্রাফিক সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে কাজে যুক্ত করা হয়। শিক্ষার্থীদের ট্রাফিক সেবা প্রদানের জন্য ট্রাফিক পোশাক, ছাতা ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার (এসপি) মো. আজিজুল ইসলাম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুতফুন নাহার। রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাদের অংশগ্রহণে ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে।”
ট্রাফিক সেবা প্রদানকারী এই শিক্ষার্থীদের আগেই প্রাথমিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তারা ট্রাফিক সপ্তাহের সময় নির্দিষ্ট সময়ে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। ট্রাফিক সপ্তাহের মূল লক্ষ্য হলো সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। শিক্ষার্থীদের এই অংশগ্রহণে নাগরিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।