বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসি পাশেই সরাসরি এএসআই হওয়ার সুযোগ

asi-niyog-2025-police-bangladesh
ছবি সংগৃহীত

এই প্রথম বাংলাদেশ পুলিশ সরাসরি এইচ এস সি পাশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে চার হাজার নতুন নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। চার হাজার জনবলের মধ্যে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রস্তাবনায় বলা হয়েছে, এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে, আর বাকি দুই হাজার পদে নিয়োগ হবে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে।

নতুন জনবল নিয়োগের খসড়া পরিকল্পনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে আবেদন করতে কমপক্ষে সর্বনিম্ন এইচএসসি পাশ রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগেই এই প্রক্রিয়ার কাজ সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

এএসআই পদে চার হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে অতি অল্প সময়েই উঠবে এ সংক্রান্ত প্রস্তাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় গত জুলাইয়ের শেষ দিকে এবং অর্থ বিভাগ আগস্ট মাসে সম্মতি দিয়েছে। পরবর্তী ধাপে প্রস্তাবটি সচিব কমিটিতে উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। এর পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললেই প্রজ্ঞাপন হবে, আর নিয়োগ বিজ্ঞপ্তি দেবে পুলিশ সদরদপ্তর।

চার হাজার এএসআই নিয়োগের পরিকল্পনা বাস্তবায়িত হলে পুলিশের ব্যয় বছরে প্রায় ১৩৬ কোটি টাকা বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), মামলা রুজু ও তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে এই পদ সৃষ্টি উদ্যোগ নেওয়া জরুরি। ডিজিটাল সেবার আওতায় আসছে এমন একটি ব্যবস্থা, যেখানে নাগরিকরা সরাসরি থানায় না গিয়ে অনলাইনে জিডি বা মামলা করতে পারবেন। এ ছাড়া আইন প্রয়োগ, জিডি তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বাড়াতে অতিরিক্ত জনবল অপরিহার্য।

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেছেন,”যদি দক্ষ ও যোগ্য ব্যক্তিদের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে পুলিশ বাহিনীতে আমূল ইতিবাচক পরিবর্তন আসবে। যাদের কম্পিউটারে দক্ষতা থাকবে তাদেরকে অগ্রধিকার দেওয়া হবে। কেননা অনলাইনে জিডি ও তদন্ত কার্যক্রমকে বেশি অগ্রাধিকার দিয়ে নতুন পুলিশ নিয়োগ দেওয়ার পরিকল্পনাটি করা হয়। কম্পিউটারে দক্ষতা না থাকলে কোনো লাভ হবে না। এই নিয়োগ শুধু সংখ্যার বৃদ্ধি নয়, এটি হবে গুণগত মান উন্নয়নের একটি বড় ধাপ।”

এএসআই নিয়োগ প্রসঙ্গে চার হাজার পদ সৃষ্টির বিষয়ে অর্থ বিভাগ ইতিমধ্যে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন। এখন প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি। এই অনুমোদন পেলেই দেরি না করে দ্রুতকরে নিয়োগটি প্রকাশ করা হবে।

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তৃতীয় ধাপের তারিখ ও রোল প্রকাশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, এএসআই পদে সরাসরি নিয়োগের বিষয়ে প্রস্তাব তারা ইতিমধ্যে অনুমোদন করে দিয়েছেন।আমার কাছে যে প্রস্তাবটি এসেছ সেটি অনুমোদন করে দিয়েছি। প্রথমবারের মতো এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগবিধিও সংশোধন করা হচ্ছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়