শনিবার- ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরের সড়কে পুলিশের তল্লাশি, ইয়াবা-ফেনসিডিলসহ দুই আটক

chandpur-madok-atok
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন নারায়ণগঞ্জের যুথী (২২) এবং তার বন্ধু রবিউল করিম (৩৩)।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ অক্টোবর) ভোরে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা ও থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে একটি দল সড়কে চেকপোস্ট পরিচালনা করছিল। সেই সময় এক্সিও মডেলের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির মধ্যে মাদকদ্রব্য পাওয়া যায়।

আটক যুথী জানান, তিনি মদ পান করার জন্য বৈধ লাইসেন্স রাখেন এবং চাঁদপুরে ঘুরতে আসার সময় মাদকসহ গাড়িতে ছিলেন। অপর ব্যক্তি রবিউল করিম হলেন তার বন্ধু।

হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, অভিযানের পর দুজনকে আটক করা হয়েছে, গাড়ি জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়