
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে ভাট্রইধোপা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় হাসান মোল্লা, ইব্রাহিম মোল্লা, সাফায়েতুল ইসলাম শেখ ওরফে আরমান এবং সাগর মৃধাকে। পুলিশ খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করেছে।
গ্রেপ্তারের পর তাদের সন্ত্রাস দমন আইনে আদালতে পাঠানো হয়েছে। এসময় আত্মীয়-স্বজনেরা থানার চত্বরে হট্টগোল করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, মামলা সংক্রান্ত অভিযোগের মধ্যে রয়েছে পূর্বে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার সমাবেশ বাধাগ্রস্ত করা।
পুলিশ এবং আদালতের তৎপরতায় ঘটনাটি নিয়ন্ত্রণে এসেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক বা সামাজিক বিশৃঙ্খলা রোধের লক্ষ্যে নেওয়া হয়েছে।