চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সিএমপি কমিশনার হাসিব আজিজ কর্মশালার উদ্বোধন করেন। এতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নিয়ে নির্বাচনকালীন দায়িত্ব, জনসংযোগ, সংকট মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে দক্ষতা অর্জন করবেন।
উদ্বোধনী বক্তব্যে কমিশনার হাসিব আজিজ বলেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন পুলিশ সদস্যদের জন্য গৌরবের বিষয় হলেও এটি একটি বড় দায়িত্বও। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, কর্মকর্তা-কর্মচারীরা নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করবেন।
কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হবে। এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, অতিরিক্ত ট্রাফিক কমিশনার মো. আসফিকুজ্জামান আকতার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।