কুমিল্লার শিবের বাজার এলাকায় একটি বিশেষ অভিযানে ১০ বিজিবি ব্যাটালিয়ন ৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়, যেখানে শিবের বাজার বিওপি-এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২-এর ৫০ গজ ভেতরে সোনাপুর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা। এই শাড়িগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ভারত থেকে আনা হচ্ছিল বলে জানা গেছে। বিজিবি কর্তৃপক্ষ এই সাফল্যকে মাদক এবং চোরাচালান বিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে এবং এরকম কার্যক্রম চলমান রাখার অঙ্গীকার করেছে।
সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…
নিউজটি পড়েছেন : ২৭৮