Search
Close this search box.

শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরানপুর যুব সমাজ ও বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে ঘরোয়া প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

পরানপুর যুব সমাজ ও বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে ঘরোয়া প্রিমিয়ার লিগ ফাইনাল অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া ইউনিয়নের পরানপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ও বাতিঘর ফাউন্ডেশন স্পন্সরকৃত ঘরোয়া প্রিমিয়ার লিগ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচের প্রধান অতিথি ছিলেন পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃ আজিম। তিনি খেলার উদ্বোধনী বক্তব্যে বলেন, “আখলাকে হামিদার অধিকারী হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।” ট্রফি বিতরণের সময় তিনি মাদক, জুয়া, এবং তাস খেলার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি সাংবাদিক মোঃ আবদুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের সমাজ অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। এর থেকে মুক্তি পেতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন, যা খেলাধুলার মাধ্যমে সম্ভব। খেলার মাঠ যুব সমাজের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি গড়ে তোলার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে উঠতে পারে। যুবসমাজকে উৎসাহিত করার জন্য খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা এবং আত্মনির্ভরশীলতার চর্চা শুরু করা জরুরি। এই গ্রাম থেকে শুরু হওয়া এই আন্দোলন একদিন বৃহত্তর পরিসরে প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, আগামী দিনে এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখতে হলে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দল-মত নির্বিশেষে সমাজের পরিবর্তনের লক্ষ্যে একত্রে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির প্রতি মনোযোগী হয়ে কাজ করি, তবে দুনিয়া থেকে পরকালের জন্য সঠিক পাথেয় সংগ্রহ করা সম্ভব হবে। আমাদের সমাজে মাদক, হিংসা এবং অসামাজিক কর্মকাণ্ডকে দূরে ঠেলে সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।

ইঞ্জিনিয়ার মিনহাজ মাসুদ সামাজিক সমস্যা থেকে উত্তরণের পরামর্শ দিয়ে বলেন, সমাজের স্থিতিশীলতার জন্য তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস ভূঁইয়া, মোঃ আব্দুল্লাহ, মোঃ আবদুল মমিন ভূঁইয়া এবং মোঃ নেয়ামত উল্লাহ পাটোয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

গত ৮ই নভেম্বর খেলার প্রথম ম্যাচ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মোবারক করিম, যিনি সমাজের উন্নয়ন ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনায় নিয়ে যেতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই টুর্নামেন্টের আয়োজনে প্রধান ভূমিকা পালন করেছেন মোঃ গোলাম রাব্বানী, মোঃ সায়েম ভূঁইয়া, মোঃ জাবেদ, ফয়সাল ও শিপন প্রমুখ।

ফাইনাল খেলার শেষে বিজয়ী এবং রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিটি খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়