কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ তিনজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।
অভিযান সম্পর্কে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেফতারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—পূর্ব বড় ভেওলা ইউনিয়নের জিসান (২০), সাহারবিল ইউনিয়নের আব্দুল্লাহ (২২) এবং পূর্ব কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ শাহজাহান (৪২)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।