সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুশফিকুর রহীমের ভাতিজা আহনাফের মরদেহ উদ্ধার

coxs-bazar-samudra-durghotona
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে ১৬ বছরের আহনাফ ভেসে গিয়ে নিখোঁজ হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে নাজিরারটেক পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আহনাফ বগুড়া জেলার বাসিন্দা এবং জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহীমের ভাতিজা। সি-সেফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গণি জানান, মরদেহটি তীরে ভাসতে দেখে স্থানীয় পোনা শিকারীরা কূলে নিয়ে আসেন। খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠান।

কক্সবাজার সমুদ্র সৈকতে মুশফিকের ভাতিজা আহানাফ নিখোঁজ

লাইফগার্ড কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে তিন বন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমেছিলেন। এ সময় তিনজনই ভেসে যান। লাইফগার্ডরা দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ নিখোঁজ ছিলেন। ১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম জানান, বগুড়া থেকে পরিবারসহ বেড়াতে আসা আহনাফের মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা বর্তমানে সেখানে উপস্থিত রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়