সোমবার- ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার সমুদ্র সৈকতে মুশফিকের ভাতিজা আহানাফ নিখোঁজ

coxsbazar-porjotok-nikhoj
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে গোসলে নেমে মো. আহানাফ (১৭) নামে এক কিশোর পর্যটক নিখোঁজ হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহানাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।

নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। রবিবার রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টেও উদ্ধার তৎপরতা অব্যাহত ছিল।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজ করা হচ্ছে। সম্ভাব্য সব উপায়ে আহানাফকে উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে আসেন আহানাফ। রবিবার দুপুরে গোসলে নামলে তিনজন পর্যটক স্রোতে ভেসে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও আহানাফ এখনো নিখোঁজ।

সি-সেইফ লাইফগার্ড কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, নিখোঁজদের উদ্ধারে রেসকিউ টিম ও বোট ব্যবহার করা হয়। দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আহানাফের কোনো সন্ধান মেলেনি।

এ বিষয়ে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস সহযোগিতা করছে। এখন বাকিটা আল্লাহর হাতে।”

উল্লেখ্য, গত এক বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে ১৪ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে সি-সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়