মঙ্গলবার- ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন—৯ সেপ্টেম্বরেই ভোট!

daksu-nirbachon-sthagito-adesh-9-september-vote
ছবি সংগৃহীত

ডাকসু নির্বাচন নিয়ে আইনি জটিলতা কেটে গেছে। আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে নিশ্চিত হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের নির্বাচন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না। সোমবার (১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আজ আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আইনজীবী মোহাম্মদ শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন।

চীনের বৈশ্বিক শাসন সংস্কার পরিকল্পনায় রাশিয়ার সমর্থন: পুতিন

হাইকোর্টের আদেশে রিট আবেদনকারীকে সব প্রমাণসহ নির্বাচনী ট্রাইবুনালে অভিযোগ দাখিল করতে বলা হয়েছিল। সেই সঙ্গে অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্ট পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে চেম্বার আদালতের আদেশে এখন নির্ধারিত সময়েই ভোটগ্রহণ হতে যাচ্ছে।

এর আগে গত সপ্তাহে হাইকোর্ট এক রিট আবেদনের শুনানি শেষে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। রিট আবেদনটি করেছিলেন শিবিরপন্থী প্যানেলের জিএস প্রার্থী ফরহাদ। তবে আজ চেম্বার আদালতের আদেশে সেই স্থগিতাদেশ কার্যকর থাকছে না।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়