
রাজধানীর গুলশানে পৈতৃক সম্পত্তি দখল থেকে বাঁচতে মানববন্ধনে দাঁড়িয়েছে এক পরিবার। গুলশান-১ এর রোড নং ১০৩, হাউজ-২৬ নম্বরস্থ বাসার মালিক ফারজানা আন্না ইসলাম অভিযোগ করেন-একদল ভূমিদস্যু দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে।
ফারজানার অভিযোগ- মিরাজ লিয়াকত উদ্দিন চৌধুরী ও তাঁর সন্তান সামীর কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরীসহ তাঁদের ঘনিষ্ঠ সহযোগী এরশাদ, মো. হারুনুর রশিদ, কেশব চন্দ্রনাথ ও মনীন্দ্র চন্দ্রনাথ পরিকল্পিতভাবে বাড়ির মালিকানা দখলে নিতে সক্রিয়।
অভিযোগ আরও গুরুতর-এ চক্র শুধু দখলের চেষ্টা নয়, বরং ফারজানা ও তাঁর পরিবারকে মারধরের চেষ্টা করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। ফলে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
আজকের মানববন্ধনে ফারজানা আখতার ইসলাম ও পরিবারের সদস্যরা দ্রুত বিচার ও প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন। তাঁরা জানান, বর্তমানে তাঁদের পরিবারের সদস্যরা ঝুঁকির মধ্যে রয়েছেন এবং যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
পরিবারের দাবি-জমি দখল চক্রান্তে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।





















