সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি সমৃদ্ধ ও নিরাপদ ঢাকা–০৪ গড়ার প্রত্যয়ে ব্যাপক পদযাত্রার আয়োজন করেছে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জয়নুল আবেদিন।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় ধোলাইপাড় মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা ঢাকাম্যাচ এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। এলাকায় বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পদযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
পদযাত্রায় অংশ নিয়ে প্রার্থী জয়নুল আবেদিন বলেন, ঢাকা–০৪কে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
তিনি বলেন, এই এলাকায় সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর ও ধারাবাহিক আন্দোলন চালানো হবে। উন্নত জীবনযাত্রা, স্বচ্ছ রাজনীতি এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।
ঢাকা–৪ নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহিম জীবন বলেন, এই পদযাত্রা জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করেছে।
তিনি বলেন, ঢাকা–০৪-এর মানুষ ইতোমধ্যে জেগে উঠেছে। তারা পরিবর্তন চায়, নিরাপত্তা চায়, একটি বাসযোগ্য এলাকা চায়। আজকের পদযাত্রা সেই গণআকাঙ্ক্ষারই প্রতিফলন।
পদযাত্রায় জামায়াতে ইসলামীসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সমাপ্তিতে প্রার্থীর পক্ষে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার আভাস পাওয়া যায়।