
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে সোমবার থেকে বুধবার (৮–১০ সেপ্টেম্বর) পর্যন্ত সাধারণ প্রবেশ সীমিত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ অস্ত্র বহন করতে পারবে না। ডিএমপি জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ভোট দিতে ঢাবি পরিচয়পত্র বা হল পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন, যেখানে QR কোড যাচাই করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন উপলক্ষে ৮–১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সাধারণ প্রবেশ সীমিত থাকবে। ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে; তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবেন।
ভোট দিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয়পত্র, গ্রন্থাগার পরিচয়পত্র বা ১ম বর্ষের পে-স্লিপ ব্যবহার করতে পারবেন। QR কোড যাচাই এবং সার্ভারে ভোটার যাচাইয়ের মাধ্যমে ভুয়া ভোটর শনাক্ত করা হবে। প্রবেশদ্বার ব্যবহার করতে পারবেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবা যানবাহন, ক্যাম্পাসে থাকা তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা। ডিএমপি বলেছে, এই ব্যবস্থা ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য জারি করা হয়েছে।