আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষভাবে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও কক্সবাজারে সতর্কতা জরুরি।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দুর্বল হয়ে গেলেও তার প্রভাবে ঢাকাসহ দেশের ১০ জেলায় আজ শুক্রবার সকাল থেকে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ও সন্ধ্যার মধ্যে ঢাকাসহ এসব জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঝড়-বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা এখনও নেই। দেশের নাগরিকদের নিরাপত্তা ও সমুদ্রযাত্রীদের সতর্কতার জন্য এ ধরণের সতর্কবার্তা জারি করা হয়েছে।
সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর