বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন ফরিদপুরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪১) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহিন সদরপুর উপজেলার শৌলডুবী আবুলের মোড় এলাকার মান্নান চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহিন দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় একদিন জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।