বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

 হাতিরঝিলে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

hatirjheel-heroin-uddhar-gr arrested
ছবি: সংগৃহীত

ঢাকায় ডিবির অভিযানে কোটি টাকার হেরোইনসহ মো. উজ্জল আলী নামে এক মাদক কারবারি ধরা পড়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীতে বিক্রি করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম মধুবাগ এলাকায় অভিযান চালায়। এসময় এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ আহত

তিনি আরও জানান, গ্রেফতার উজ্জল আলী সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়