বুধবার- ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যাত্রাবাড়ীর হোটেলে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

jatrabari-madrasa-chhatro-atmhottya
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডে অবস্থিত আশা মনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় জহিরুল ইসলাম রাকিব (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জহিরুল শরিয়তপুরের জাজিরা উপজেলার উত্তর কাজীকান্দি গ্রামের সাইদুর রহমানের ছেলে। তার পরিবার জানায়, তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং কিছুদিন ধরেই মানসিক চাপ ও হতাশার মধ্যে ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী জানান, জহিরুল গত ১৪ সেপ্টেম্বর চাকরির ইন্টারভিউয়ের কথা বলে হোটেলের কক্ষে ওঠেন। পরে দরজা ভিতর থেকে বন্ধ করে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানে ফাঁস দেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করা হয়।

এসআই ফরহাদ আলী আরও জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে মায়ের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার কথা লেখা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা ধরা হচ্ছে, তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়