
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করলে কিছু জুলাই যোদ্ধা আহত হন। সংঘর্ষের সময় আহত যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জুলাই যোদ্ধা আতিকের ছবি শেয়ার করে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ! ওঠো, দাঁড়াও। নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশেরকেল্লার মতোন।’ এই পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের সময় আহত যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় খুলে পড়ে যায়। লাঠিচার্জ সহ্য করতে না পেরে তিনি কৃত্রিম হাতটি রেখে সরে যান।
নিউজটি পড়েছেন : ৫২