খাগড়াছড়িতে ইউপিডিএফ–সমর্থিত তিন সংগঠনের ডাকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। বুধবার সকাল ছয়টা থেকে ঢাকা-খাগড়াছড়ি, চট্টগ্রাম-খাগড়াছড়ি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যানবাহন চলাচল আংশিকভাবে বন্ধ হয়ে পড়ে।
অবরোধকারীরা সকালে জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন। চেঙ্গীব্রিজ, পেরাছড়া ও টেকনিক্যাল স্কুলের সামনে একইভাবে সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ গিয়ে টায়ার ও গাছের গুঁড়ি সরিয়ে ফেলে। এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা ও মানিকছড়ি এলাকাতেও অবরোধ কার্যক্রম চালানো হয়।
তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে এবং এতে জড়িত ছয়জনকে গ্রেপ্তারের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি মঙ্গলবার এই কর্মসূচির ঘোষণা দেয়। পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমা এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানান।
অবরোধ চলাকালে দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। কিছু অটোরিকশা ও ছোট যানবাহন সড়কে চলাচল করলেও তা ছিল সীমিত। পানছড়ি স্টেশনে কথা হয় যাত্রী সুনীল বিকাশ চাকমার সঙ্গে। তিনি জানান, কুড়াদিয়াছড়া এলাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তবে অবরোধ শেষ হলে যাত্রা করবেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, কয়েকটি স্থানে টায়ার পোড়ানো হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় ছয়জন সন্ত্রাসী গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে। ওই ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন।