Search
Close this search box.

মঙ্গলবার- ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের থাকার অধিকার নেই: গোলাম পরওয়ারের কড়া মন্তব্য

গোলাম পরওয়ারের বক্তৃতা
মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদের দোসরদের কোনো নৈতিক অধিকার নেই। দেশের আলেম-উলামাদের বিরুদ্ধে যারা প্রকাশ্যে কথা বলেছেন এবং ফ্যাসিবাদের পক্ষ নিয়ে আমলা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তাদের এই ধরনের দায়িত্বে থাকা অগ্রহণযোগ্য। শুক্রবার (১৪ নভেম্বর) বাগেরহাটে অনুষ্ঠিত এক রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, যারা দেশের বিচারব্যবস্থা, প্রশাসন এবং নির্বাচনে ফ্যাসিবাদের সহায়তা করেছেন, তাদের উপদেষ্টা হিসেবে পদে থাকা ন্যায়বিচারের সাথে সাংঘর্ষিক। এ ধরনের ব্যক্তি জাতীয় ঐক্য ও দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। তিনি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের সুরক্ষার জন্য এ ধরনের ব্যক্তিদের পদত্যাগের আহ্বান জানান।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে নির্বাচন কমিশন, প্রশাসন ও বিচারব্যবস্থায় জরুরি সংস্কার প্রয়োজন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো নির্বাচন আর হতে দেয়া যাবে না। জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর করার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রায় ১৮ বছর পর বাগেরহাটে প্রকাশ্যে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়