মঙ্গলবার- ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩ দফা দাবিতে রেলপথ অবরোধ করল বাকৃবির শিক্ষার্থীরা

krishibidder-tin-doffa-dabi-bakribi-andolon
ছবি সংগৃহীত

৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা রবিবার (১লা সেপ্টেম্বর) দুই দফায় রেললাইন অবরোধ করেছেন। রবিবার (১লা সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১২.৩০ টা পর্যন্ত ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন শিক্ষার্থীরা। আবারো দুপর ১ টা ৩০ থেকে  ৩টা ৩০পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটিও আটক করে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে যান ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার।তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন, তাদের দাবির বিষয় নিয়ে। কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য আশ্বাস দেন। এরপর বিকেল  ৩.৩০ শে শিক্ষার্থীরা  তাদের অবরোধ প্রত্যাহার করে নেন।

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ এনাম বলেন, “ডিসি ও এসপির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধিদলের বৈঠকের আয়োজন করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের ভিত্তিতেই আমরা আজ ট্রেন অবরোধ প্রত্যাহার করেছি। তবে এর আগেও আমরা বহুবার আলোচনা করেছি, কিন্তু দাবিগুলোর বাস্তবায়ন হয়নি। এবারও যদি  বাস্তবায়ন করা না হয়, তাহলে আন্দোলন আরও কঠিন রূপ নেবে।

সকাল ১০টা ৩০ মিনিটে তারা রেল পথে  উপস্তিত হন। এর ১১.৩০ এবং দুপুর ১২টা পর্যন্ত তারা রেলপথে অবস্থান করেন। এ সময় তারা কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে মিছিল শুরু করেন।এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে গিয়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। এর পর দুপুর ১ টা ৩০ থেকে ৩ টা ৩০ পর্যন্ত মহুয়া কমিউটার ট্রেন  আটকে রাখেন শিক্ষর্থীরা।

অবরোধ চলা কালিন সময় কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠায় তিন দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা।তাদের ১ম দাবি ডিএই, বিএডিসি ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর ১০ম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে ২ দাবি নিয়োগ পরীক্ষা ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ বন্ধ করতে হবে এবং ৩ দাবি কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি না থাকলে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার নিষিদ্ধ করতে হবে, যা বাস্তবায়ন করনে সরকারি প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন।

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানাউল্লাহ বলেন, ‘আমাদের এই তিন দফা দাবি একেবারেই যৌক্তিক।এই তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানিয়ে দেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়