বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

৯ বস্তা গাঁজাসহ গ্রেফতার দুই মাদক কারবারি

madaripur-ganja-drug-bust
সংগৃহীত ছবি

মাদারীপুরে বিশেষ অভিযানে শীর্ষ মাদক কারবারি সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি (৯ বস্তা) গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দেড়টার সময় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের নান্নু দর্জির বাড়িতে এ অভিযান চালানো হয়। সে অভিযানে গ্রেফতাররা হলেন— নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম পুলিশ সুপার কার্যালয় থেকে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে সদর থানার ওসি আদিল হোসেনও উপস্থিত ছিলেন।

মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

তিনি আরও জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়